যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে সুব্রত মন্ডল (৪৮) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সুব্রত মন্ডল উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে। সে পেশায় একজন মৎস্যঘের ব্যবসায়ী তিনি ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টা নিশ্চিত করে জানান বুধবার সকাল সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পার্শ্ববর্তী তেমাথায় ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ জানা যায়নি। হত্যাকান্ডের কারন উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে