যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের বাবলতলা গ্রামে ভাইপোর হাত চাচা নিহত হয়েছে। নিহতের নাম রাজু মোল্যা (৩৮) পিতা মৃত গোলাম নবী। এ ঘটনায় ভাইপো পলাতক রয়েছে।
জানা গেছে, রাজু মোল্যা বৃহস্পতিবার রাতে ভাইপো রাকিব মোল্লার (২১) বাড়িতে ফ্রীজে আদা রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হলে, ভাইপো আদাকুচি না রাখার জন্য নিষেধ করেন। চাচা ভাইপো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পযার্য়ে ভাইপো রাকিব মোল্লা পাশেই থাকা ধারালো ছুরি দিয়ে চাচা রাজুকে পিঠে ও পেটে আঘাত করে পালিয়ে যায় ।
এসময় রাজু মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পরিবারে লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকা জনক হলে দ্বায়িত্বরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শুক্রবার ভোর ৩ টার সময় তার মৃত্যু হয়। রাকিব মোল্লা প্রেমবাগ ইউনিয়নের বাবলাতলা গ্রামের ইউিপ সদস্য খোকন মোল্লার ছেলে ।
এ ব্যাপারে অভয়নগর থানার সূত্রে জানাযায়, চাকু দিয়ে ভাইপো রাকিব মোল্যা তার চাচা রাজুকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে