যশোরের অভয়নগর উপজেলায় মহানবীকে নিয়ে কটুক্তি করায় স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিউটন সরকারকে (২৯ জানুয়ারি রবিবার) উপজেলা শিক্ষা কর্মকর্তা সাময়িক বহিস্কার করেছেন। ঘটনা তদন্তে বিদ্যালয়ের সভাপতি মো: লুৎফর রহমান শেখকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারী উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক নিউটন সরকার শ্রেণীকক্ষে বিজ্ঞানক্লাস চলাকালীন সময়ে এক পর্যায়ে মহানবীকে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তিলক কুমারসহ অন্যান্য শিক্ষকদের জানালে শিক্ষকরা তাদের বিষয়টি অন্য কাউকে না বলার অনুরোধ করে। কিন্তু শিক্ষার্থীরা বাড়িতে তাদের অভিভাবকদের জানায়। পরবর্তীতে এলাকার লোকজন জানতে পারে। রবিবার অভিভাবকসহ এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় ঘেরাও করে। খবর পেয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অভয়নগর থানার অফিসার ইনচার্জ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কুমার দাস বলেন “ ঘটনার দিন শিক্ষার্থীরা আমাকে জানায় বিজ্ঞান শিক্ষক শ্রেনী কক্ষে নবীজীকে নিয়ে কটুক্তি করেছে। এসময় অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। আমরা সবাই বিষয়টি অন্য কাউকে না বলার জন্য বলি। আমরা বিষয়টি দেখার আশ্বাস দেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন , ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে যেয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসিকে শান্ত করার চেষ্টা করি। ঘটনার জানার পর তাৎক্ষনিকভাবে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিদ্যালয়ের সভাপতি মো: লুৎফর রহমান শেখকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে