যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে দিন ব্যাপী বর্ণিল আয়োজনে ২০২২- ২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় আজ ১লা ফেব্রুয়ারী ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রণীর ক্লাস শুরু। তাই প্রথম দিনেই নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে কলেজ প্রাঙ্গন। সকাল সাড়ে ১০ টায় কলেজ চত্বরের মঞ্চে শিক্ষক পরিচিত, আলোচনা সভা, নবীনদের ফুল দিয়ে বরণের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দীন।
বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই বক্তব্য রাখে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা,গান,নাচের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠে কলেজ প্রাঙ্গন। অনুষ্ঠানটি গণমাধ্যমেও সরাসরি প্রচাররিত।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে