যশোরের অভয়নগরে নোওয়াপাড়া রেলওয়ে স্টেশনে জোহরার তিনটি ভাসমান শিশুর করুণ দৃশ্য দেখে মানুষ হতবাক।
ভোরের আলো ফুটতে না ফুটতেই যেমন শতশত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন। ঠিক একইভাবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে একটু আশ্রয়ের জন্য ছুটে আসে ভাসমান ছিন্নমূল নারী পুরুষ ও শিশুরা।
কেউবা পেপার আবার কেউবা পলিথিন বিছিয়ে একটু শোয়ার জায়গা করে নিতে ব্যস্ত তারা। রাত গভীর হতেই খেয়ে না খেয়ে কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আবার কারো সারারাত কাটে অনিদ্রায় আর দুশ্চিন্তায়।
শীতের রাতে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে চোখে পড়লো ঠান্ডা মেঝেতে একটি ছোট শিশু আরেকটি ছোট্ট ঘুমান্ত শিশুকে কোলে নিয়ে বসে আছে। কারো পায়ে কোন জুতার সেন্ডেল নেই।পাশে আরো একটি শিশু মেঝেতে ঘুমিয়ে আছে। মনে হলো দুনিয়ায় তাদের কেহ নেই।
কথা হয় শিশুটির সঙ্গে, সে বলে, আমরা দুই ভাই এক বোন আমার কোলে এটি আমার ছোট ভাই, শুয়ে আছি আরেকটি বোন,আমার বাবা আছে কিন্তু আমাদের কোন খোঁজ খবর রাখে না, দেখাশোনা ও করে না। আমার মা আছে সাহায্যের জন্য ওদিকে গেছে। কিছুক্ষণ পর শিশুদের কাছে আসে তার জনম দুখিনী মা জোহরা। কথা হয় শিশুদের মায়ের সঙ্গে। তিনি বলেন মানুষের কাছে সাহায্য চেয়ে এভাবেই জীবন কাটছে বিভিন্ন স্টেশনে স্টেশনে। বর্তমানে তার তিনটি শিশু সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে আরো একটি শিশু সন্তান হারিও গেছে। তার এ দুরবস্থা শুরু হয়েছ ছোট কাল থেকেই।এখনো বিভিন্ন স্টেশনে জীবন কাটাতে হয়েছে তার। মাথা গোজার ঠাই টুকুও নেই। অনাথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় চলে তার জীবন । সে জানে না কবে তার স্বস্তি ফিরে আসবে জীবনে।
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে