যশোরের মণিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.ন.ম খায়রুল আনাম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে যশোরে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তিনি মণিরামপুর উপজেলার দেবিদাসপুর গ্রামের মৃত আবেদুর রহমানের পুত্র। জানাযায়, আ.ন.ম খায়রুল আনাম মণিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ২০১৯ সালের অবসরে যান। এরআগে মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন।
মরহুমের জ্যেষ্ট পুত্র ইফতেখারুল আলম সোহাগ জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিক জটিলতায় ভুগছিলেন। রোববার সকালে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিন মাগরিব বাদ উপজেলা দেবিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে