জয়পুরহাটের ধলাহার ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা কল্যানপুর গ্রামে আরিফুর রহমান (২৭) নামে বিজিবি সদস্য এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে বাড়ির চারপাশ ঘেরাও করে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের সহযোগীতায় বিজবি ফাঁড়ির সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে।
অভিযুক্ত বিজিবি সদস্য পিরোজপুর জেলার মাঠবাড়িয়া থানার ফুলঝুরি গ্রামের মোঃ মোস্তফার ছেলে এবং বর্তমানে সে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬-বিজিবি) তে কর্মরত আছেন। তার সিপাহী নং- ৯৩৩৯৪।
ঘটনা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে স্থানীয়রা তাকে ঘেরাও করলে সন্ধ্যায় বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ কড়িয়া ও ভুটিয়াপাড়া বিজিবি ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত বিজিবি সদস্যকে ওই প্রবাসির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গেলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হোন এবং চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে গ্রামবাসির এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন প্রবাসীর স্ত্রী ও তার বোন। তারা জানান, ওই বিজিবি সদস্যের সাথে কোন অনৈতিক সম্পর্ক নেই। সে শুধুমাত্র তার ফেসবুক ফ্রেন্ড। এ সুবাদেই সে এখানে বেড়াতে এসেছিল।
এ ব্যাপারে বিজিবি-১৪ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা জানি যে, একজন বিজিবি সৈনিক সে অন্য একটি ব্যাটালিয়নে কর্মরত আছে। আর এখানে কড়িয়া কল্যাণপুর গ্রামে এক প্রবাসি পরিবারের সাথে তার পূর্বপরিচয় আছে। সে এখানে বেড়াতে এসেছে। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হলে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি জেনে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে সেখান থেকে তাকে আমরা নিয়ে আসি। উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে এখন আমরা ঘটনার তদন্ত করব। আইনগত যে পক্রিয়া আছে সেটা শুরু হবে, বিস্তারিত জেনে তখন আমরা বলতে পারব কার কতটা দোষ রয়েছে। এর পূর্বে আমরা বেশিকিছু বলতে পারছিনা তবে তদন্ত কার্যক্রম শেষ হলে আমরা আপনাদের বিস্তারিত জানানো হবে।
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে