সারাদেশের অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে জয়পুরহাটে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টায় জয়পুরহাট নেসকো বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী শেষে নেসকো বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় অবস্থান কর্মসূচি থেকে সারাদেশে অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দূর্নীতির প্রতিবাদ জানান বক্তারা।