জয়পুরহাটের আক্কেলপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য কৃষক র্যালী ও বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন- আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম প্রমুখ। পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠিত এ মেলায় প্রায় ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
১৪ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে