সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে জনকল্যাণমুখী সংস্থা জাকস ফাউন্ডেশন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় বুধবার (২১ জুন) বিকেলে জয়পুরহাট শহরের সবুজনগর এলাকায় জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কায়ছার ইকবাল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অতিথিরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৬ জন সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাকস ফাউন্ডেশনের পরিচালক (এডমিন এন্ড এইচআর) মোছাঃ মর্তুজা আক্তার বানু, উপ-পরিচালক (অডিট) মোঃ আফতাব আলী, উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ খোরশেদ আলম সহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পর্যায়ের শতাধিক উদ্যোক্তা।
উল্লেখ্য, জনকল্যাণমুখী সংস্থা জাকস ফাউন্ডেশন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ভূমিকা ও অবদান রাখছে। যার ফলশ্রুতিতে এসকল খাত থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং তাদের প্রতিষ্ঠিত করতে ফাউন্ডেশনটি বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতি দিনদিন চাঙ্গা হচ্ছে এবং সরকারের রাজস্ব বাড়ছে।
আগত অতিথিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা ও জাকস ফাউন্ডেশনের এমন কর্যক্রমের আরো সফলতা কামনা করেন।