জয়পুরহাট আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট ক্যাম্প)
শুক্রবার (২৩ জুন) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
এর আগে, বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাকিল হোসেন আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার পূর্বপাড়া গ্রামের মৃত জব্বার ফকিরের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক মামলায় ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল হোসেন জামালগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে শাকিলকে আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে