জয়পুরহাটের পাঁচবিবিতে খাট থেকে বটির উপর পড়ে হাফছা বানু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাফছা জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের শেখপাড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।
শিশু হাফছার মা ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করার কারণে তাজপুর গ্রামে তার নানা মতিয়ার রহমানের বাড়ীতে বসবাস করছিলো।
নিহতে পরিবারের সূত্রে জানা যায়, শনিবার (২৪জুন) দিবাগত রাতে অসাবধানতা বশত খাটের উপর থেকে পরে গেলে মেঝেতে রাখা ধারালো বটির উপর পড়ে পেটের ডান দিকে বটির আগা ঢুকে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
এরপর তার নানা মতিয়ার রহমান স্থানীয় কড়িয়া বাজারের ঔষধ বিক্রেতা মামুনকে খবর দিলে সে এসে ক্ষতস্থানে ৪টি সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেন।
এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৪ টার সময় শিশুটি মৃত্যুবরণ করেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে খবর পেয়ে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কে এ এম মামুন খান শিচতি ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শণ করেন।