জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছোট-বড় মিলে প্রায় ৪ শতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাতে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: মোমেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন।
নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মওলানা আব্দুল মতিনের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানী করেন।
জেলায় সুষ্ঠুভাবে ঈদ-উল-আযহা উৎযাপনের জন্য আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি ঈদগাহে নিরাপত্তামূলক ব্যবস্থা লক্ষ্য করা গেছে এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে