জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন করার অপরাধে পাঁচটি বেকারি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
এর আগে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌরশহর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
র্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন, বিপণন, ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে আক্কেলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন এবং বিপনন করার অপরাধে বিসমিল্লাহ বেকারির মালিক মো. রেজাউল করিমকে ১০হাজার, কাজল বেকারির মালিক কাজল চন্দ্র প্রামাণিককে ৫ হাজার, মধুবন মিষ্টান্ন ভান্ডারের মালিক বিপুল চন্দ্র ঘোষকে ১০ হাজার, ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক জিতেন্দ্র নাথ ঘোষকে ১০ হাজার ও বিসমিল্লাহ গ্যাস হাউজের ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স এবং মূল্য তালিকা না থাকার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. শফিউল ইসলামকে ৫০ হাজার টাকা করে ৮৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ভেজাল মিষ্টি, পাউরুটি ও বিস্কুট তৈরির উপাদানসমূহ ধ্বংস করেন।
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ দিন ৪৩ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে