ডাকাতি করতে গিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামী মোঃ আমিনুল ইসলাম রিয়াদুল (৪৫) কে জয়পুরহাট সদর থানার নোয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম রিয়াদুল (৪৫) জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের
গত ১৯ জুন জয়পুরহাট জেলা ও দায়রা আদালত -২য় এর জজ আব্বাস উদ্দিন ডাকাতি করতে গিয়ে খুনের মামলায় তিনজনের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন এবং একই সাথে দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অন্য একটি ধারায় তাদের আরও ১০ বছর করে কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
মামলার রায় হওয়ার পর থেকেই জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ আগস্ট গভিররাতে জয়পুরহাট সদর থানধীন নোয়াপাড়া এলাকা হতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনুল ইসলাম রিয়াদুল (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।