মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার সার্থে জয়পুরহাটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম উপস্থিত থেকে জেলা পুলিশের অফিসার ফোর্সদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং
বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেন।
টহল শেষে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, এই জেলার আপামর জনতার জান মালের নিরাপত্তার সার্থে জেলা পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। কোন প্রকার অপ্রতিকর কিছু ঘটানোর চেষ্টা করলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।