১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৫টায় পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল শোক র্যালী পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করেন।
পরে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা পৌর পার্কের ডাঃ আব্দুল কাদের চৌধুরী চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান আলী মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাইদ আল আমিন সাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্ণা, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইভানা আক্তার মিনু সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।