কুড়িগ্রামে পৌরসভা এলাকার নাজিরা মুন্সিপাড়ায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে সেলিম মিয়া (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত সেলিম পাশ্ববর্তী ব্যাপারী পাড়ার মৃত: বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত: আব্দুল জলিলের ছেলে অবসরপ্রাপ্ত চাকুরীজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সিপাড়ায় ক্রয়কৃত ৭শতক জমিতে ফ্লাট নির্মাণ করছিলেন। প্রতিবেশী মৃত: আজিমুদ্দির ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত ও রেজাউলের সাথে সীমানা নিয়ে তার বিরোধ চলছিল।
কিছুদিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে কাজ শুরু করা হলে মৃত: আজিমুদ্দিনের ছেলেরা কাজে বাঁধা প্রদান করে। এসময় বাড়ীর কেয়ারটেকার সেলিম মিয়া কথা বলতে গেলে আজিমুদ্দিনের ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত, রেজাউল, তাদের স্ত্রী ও সন্তানরাসহ সেলিমের উপর আক্রমন করে। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সাথে জড়িত সন্দেহে মৃত: আজিমুদ্দিনের ছেলে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম ও কয়ছারের স্ত্রী মল্লিকাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ অকাল মৃত্যুতে শোকে মাতম করছে সেলিমের স্ত্রী জেসমিন। ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে দিশেহারা জেসমিন তার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, মৃত: অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে