রমজান উপলক্ষে কুড়িগ্রাম বাজার মনিটরিং টিম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসায়ির ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুবর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মো, উজ্জ্বল মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার, কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান প্রমুখ।
এসময় উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার, উলিপুর বাজার, চিলমারী উপজেলার থানাহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকীতে অনিয়মের অভিযোগে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরী করে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য এ ধরণের তদারকী অব্যাহত থাকবে।
অভিযানে পুলিশের পাশাপাশি কুড়িগ্রাম ব্যাটালিনের আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা করে।
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে