কুড়িগ্রামে পিতা হারা মানসিক ভারসাম্যহীন যুবক সজীব কুমার দাস (২০)কে তার আত্মীয়ের কাছে ফিরিয়ে দিয়েছে সদর থানাপুলিশ।
রোববার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক সজীবকে তার কাকা নগেণ চন্দ্র'র কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার। মানসিক ভারসাম্যহীন সজীব কুমার দাস গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামে মৃত লক্ষ্মণ চন্দ্র দাসের ছেলে।
এর আগে গত শনিবার দুপুরের দিকে কুড়িগ্রাম পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে মানসিক ভারসাম্যহীন যুবক দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকা দেখে অনেকে কথার বলার চেষ্টা করে বার্থ হন। কথা বলতে না পারায় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছিল না। মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিশোরকে নিয়ে বিপাকে ছিল পুলিশ। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের তার খবর প্রচার হলে সজীবের সন্ধান পায় তার পরিবার।
গাইবান্ধা থেকে সজীব কুমার দাসকে নিতে আসা তার কাকা নগেন চন্দ্র দাস বলেন, সজীবের বাবা নেই, অনেক আগে বজ্রপাতে মৃত্যুবরন করে। মা আছে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। সজীবের আরও দুই বোন আছে তারাও প্রতিবন্ধী। খুব কষ্ট তাদের। গত ৩ দিন আগে সজীব কুমার দাস বাড়ি থেকে হারিয়ে যায়। অনেক আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুুঁজি করে তার সন্ধান পাই নাই। পরে ফেসবুকের মাধ্যমে সন্ধান পেয়ে তাকে গাইবান্ধা থেকে নিতে এসেছি।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে আজকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়। এর আগে কুড়িগ্রাম শহরে জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সে কোন কথা বলতে পারছিল না। সাংবাদিক ভাইদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে সন্ধান চাওয়া হয়।
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে