টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

বংশীয় মিলনমেলায় সংবর্ধিত হলেন জাতীয় ফুটবল তারকা আব্দুল গাফফার


বংশীয় মিলনমেলায় সংবর্ধিত হলেন জাতীয় ফুটবল তারকা আব্দুল গাফফার  বংশীয় মিলনমেলায় আপনজনদের  আয়োজনে সংবর্ধিত হলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবল তারকা আঃ গাফফার।  ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের পৈত্রিক ভিটায় (২জুন)শুক্রবার  তাঁর নিজ বংশের আপনজন ও নিকটাত্মীয়রা তাকে এই সংবর্ধনা দেয়।  স্বজনদের সূত্রে জানা যায়,ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ২৭ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত  কাউন্সিলর,অবিভক্ত ঢাকার সিটিকর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র,জাতীয় দৈনিক  দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক আঃ গাফফার নান্দাইল উপজেলার  রসুলপুর গ্রামের মৃত হাসিম উদ্দিন সরকারের ছেলে। 


তিনি ছোট বেলা থেকে ঢাকায় বসবাস করেন। মাঝেমধ্যে গ্রামে আসেন ও নিয়মিত আপনজনদের খোঁজখবর রাখেন ।সাংবাদিক আবু হানিফ সরকারের উদ্যোগে আপনজনদের আমন্ত্রণে দীর্ঘ দেড় যুগ পর আনুষ্ঠানিক ভাবে পৈত্রিক ভিটায় আসেন।  তাঁর এই সফরে  ঢাকা শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হাসান মাসুদ এর নেতৃত্বে  ৪০ জন সফরসঙ্গী ছিল ।সকাল সারে দশ-টায় নান্দাইল পৌঁছে প্রথমে উপজেলার গাংগাইল ইউনিয়নের পাছবাড়িয়া গ্রামে  বসবাসরত স্বজনদের খোঁজ খবর নেন ও উনার বড় চাচা আসাদ সরকার সহ অন্যান্য প্রয়াত স্বজনদের  কবর জিয়ারত করেন,সেখান থেকে ফেরার পথে নান্দাইল চৌরাস্তায় ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব  মিলনায়তনে সংক্ষিপ্ত বিরতি দেন এসময় প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে সহ অন্যান্য অতিথিদের  ফুলেল শুভেচ্ছা জানান।  এসময়  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা  শেষে প্রধান ও বিশেষ অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিরতি শেষে ঈশ্বরগঞ্জ উপজেলার বিজয়পুর  গ্রামে যান সেখানে তাঁর দাদা প্রয়াত আব্দুল ওয়াদুদের কবর জিয়ারত করে স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।পরে সেখানে বসবাসরত স্বজনদের খোঁজখবর নেন।


বিকালে নান্দাইল উপজেলার রসুলপুরস্থ নিজ বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।উক্ত আলোচনা সভায় আজিজুল হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হাসান মাসুদ, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু নছর  ভূইয়া মাসুক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজি, মতিউর রহমান,শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ভুইয়া ফরিদ,রফিকুল ইসলাম খান নাসিম,আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ভূইয়া প্রমুখ। 


সংবর্ধনা অনুষ্ঠান শেষে 'প্রেসক্লাব নান্দাইলে'এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। এসময় ক্লাবের  সভাপতি হান্নান মাহমুদ,সাধারন সম্পাদক শামস-ই তাবরীজ রায়হান ও বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খান সহ উপস্থিত  নেতৃবৃন্দ  তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।সভায়  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃ্ন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর