ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে ভাতিজাকে খুন করেছে চাচা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজীবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় নুরুল ইসলামের ছেলে নাঈম (৬) ঘরে বসে ভাত খাচ্ছিল সেখানে তার চাচা ঘাতক আব্দুল আব্দুল বারেক (৩৫) বসে মোবাইল দেখছিল। নাঈমের মা পুকুরে ও বাবা বাড়ির পাশে ছিল। নাঈমকে একা ঘরে পেয়ে চাচা দা দিয়ে উপর্যপুরি দা দিয়ে কুপাতে থাকে। মা দৌঁড়ে এসে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। বাড়ি থেকে চিকিৎসকের নিকট নিতে চাইলে মায়ের কোলেই মৃত্যুবরণ করে নাঈম। পরে স্থানীয়রা বারেককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় ইউপি সদস্য অলি উল্লাহ অলি জানান, বারেক প্রায় সময়ই মস্তিষ্ক বিকৃত মানুষের মতো আচরণ করে কিছু দিন ভালো থাকার পর আবার আচরণ পরিবর্তন হয়ে যায়। এর পূর্বে একবার তার ভাবীকে কুপিয়ে জখম করে।
হত্যাকান্ডের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে