নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্বপনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহাদাতের বড় বোন বলেন, “আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।” নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহাদাত চিহ্নিত মাদক কারবারি ছিলেন। মাদক কারবার সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।” স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় টহল জোরদার করা হয়েছে।
১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ৭ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে