দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে নির্বাচন কমিশনে আপিল করে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আজ।
মঙ্গলবার (১২ই ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আপিলের উপর ভিত্তি করে শুনানীর মাধ্যমে এ আদেশ ঘোষণা করেন। বিষয়টি সম্পর্কে ব্যারিস্টার জনি তার নিজ ফেসবুক একাউন্টে নিশ্চিত করেন।
এর আগে, গত ৩রা ডিসেম্বর (রবিবার) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি।
ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
৩ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ৫৩ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে