পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন নবীর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ।
মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডোমার উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওসি মাহমুদ-উন নবীর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, ৮নং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।
এসময় বিদায়ী ওসি মাহমুদ-উন নবী ডোমারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি তার নতুন কর্মস্থল লালমনিরহাটের আদিতমারী থানায় যাতে সততার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
পরে, উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবীকে সৌজন্য উপহার প্রদান করা হয়।
৩ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ৫৩ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে