নোয়াখালীতে পৃথক পৃথক জায়গা থেকে এক মাদরাসা ছাত্র সহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মৃত নাসির উদ্দিনের ছেলে মো: হেমায়েতুল্লাহ সিয়াম (১৪) ও সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের হাজী বাড়ির মৃত আবদুল ওয়াদুদের ছেলে মো: রুহুল আমিন (৫৫)।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে সোনাইমুড়ী থেকে উদ্ধারকৃত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিয়া থেকে উদ্ধারকৃত মরদেহ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
স্হানীয় সূত্রে জানা যায়, এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিয়াম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদ্যদের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় সিয়াম।
পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
সে হাতিয়ার উকিলপাড়া হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় পড়াশুনা করত। তার ১৬ পারা কোরআন মুখস্ত ছিল।
৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে