ফেনী জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে দাগনভূঞার কৃতি সন্তান নুরুল আমিন নায়েব চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত।
বুধবার (১২এপ্রিল) তার নিজ ইউনিয়ন দাগনভূঞার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে দাগনভূঞা বেকেরবাজার থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা সহ-সভাপতি নায়েব চৌধুরীর নেতৃত্বে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সাথে রামনগরস্থ বাসভবনে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রানা, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক একরাম উল্ল্যাহ, সাবেক সাধারন সম্পাদক আরিফুর রহমান অপু, সরকারী ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাশেদ, উপজেলা যুবলীগের সদস্য ইউ,পি সদস্য বাকের মিয়াজী, সাফায়েত উল্ল্যাহ, ইয়াকুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন বিজয়,সাধারণ সম্পাদক তুহিন এবং দাগনভূঞার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নায়েব চৌধুরী বলেন স্কুল পর্যায় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছি এবং ভবিষ্যতে দলের যেকোন ক্রান্তিলগ্নে অতীতের ন্যায় ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এবং দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ঘঠনে স্মার্ট ছাত্রলীগ তৈরি করতে কাজ করবো এবং দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় স্বোচ্চার থাকবো।
১১ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে