দুধমুখা উচ্চ বিদ্যালয় দুধমুখা হাই স্কুল এক্স স্টুডেন্ট ক্লাব উদ্যোগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি।
বুধবার (১৯ এপ্রিল) বিদ্যালয়ের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন, ১৯৯৬ ব্যাচ থেকে শুরু করে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় ইফতার পার্টি যেন এক মিলন মেলায় পরিণত হয়।
ইফতার পার্টিতে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন আরমান বলেন, করোনা মহামারির কারণে আমরা দীর্ঘদিন এক সঙ্গে মিলিত হতে পারিনি। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সে সুযোগ আমার পেয়েছি। পবিত্র রমজান মাসে ইফতার কে কেন্দ্র করে একসঙ্গে মিলিত হতে পেরে অনেক ভালো লাগছে। চেষ্টা করব যেন প্রতিবছর একবার করে আমরা সাবেক ও বর্তমানরা এভাবে মিলিত হতে পারি।
ইফতারে অংশ নেওয়া ব্যাচের সাবেক একজন শিক্ষার্থী নায়েব চৌধুরী বলেন, দুধমুখা উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্কুল । এই স্কুল থেকে অনেক শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আজ তারা দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এই ইফতারের মাধ্যমে সবাই একসঙ্গে হতে পেরে আমরা একে অপরের সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে সে চেষ্টা করব।
১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে