চাটখিলে এডভোকেট আবদুন নুর দুলালের গণ সংবর্ধনা অনুষ্ঠিত
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃতি সন্তান এডভোকেট আবদুর নুর দুলাল,বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ২য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, চাটখিলের বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর সম্মানে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৫ শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,
প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট আবদুর নুর দুলাল, আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম এডভোকেট আবদুন নুর দুলালের প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য একজন আইনজীবী। উচ্চ আদালতে মামলা মোকাদ্দমা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে জাহাঙ্গীর আলম তার বক্তব্যে উল্লেখ করেন।
২য় বারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে