নোয়াখালীর সুবর্ণচর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো: হেলাল উদ্দিন (৪৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করে।
এর পর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ সব নিয়ে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।
১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে