নোয়াখালীর চাটখিল উপজেলায় হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের রোয়া জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪৪ মে) গ্রেফতারকৃত আসামীদের কে দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মৃদন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলার বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১২টার দিকে চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশারকে (৪০) পিটিয়ে হত্যা করেন ভাতিজা রেদোয়ান রাফিসহ তার সহযোগীরা।