বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম ও তার মেয়ে সুমাইয়াকে খাবার সঙ্গে নেশাদ্রব্য খাওয়ায়ে অচেতন করে ঘর থেকে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ মে) সকালে অসুস্থ্ অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামের বাসিন্ধা। তার মেয়ে সুমাইয়া উপজেলা স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধার ভাই আজাদ বলেন, পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় বাবা-মেয়ে ঘরে একা ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। সকালে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।স্থানীয়দের ধারণা, গভীর রাতে কোনো সংঘবদ্ধ দুর্বৃত্তের দল ঘরে থাকা খাবার বা ঘুমে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে নেশাদ্রব্য দিয়ে অচেতন করে। পরে তারা ঘরে থাকা আলমেরি ভেঙে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম হার্টের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন। এখন তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার মানছুর উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা নুর ইসলাম ও তার মেয়েকে স্বজনরা সকালে হাসপাতালে আনে। তাদের দু’জনকে নেশাজাতীয় কোনো দ্রব্য দিয়ে অজ্ঞান করা হয়েছে। মুক্তিযোদ্ধার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। উনার মেয়ে শঙ্কামুক্ত হলেও বীর মুক্তিযোদ্ধাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে পাঠানো হবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ২ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে