শনিবার ( ১০ ডিসেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে সকাল ৯টা থেকে প্রতিটি ওয়ার্ডের ১০৫ টি করে প্রায় ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদেজা আলমগীর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও টেক্স ওয়ান বিডি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ খালেদ মোশাররফ হোসেন জুয়েল। প্রধান অতিথি সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কানকির হাট ডিগ্রি কলেজের প্রফেসর আবু নাঈম, সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি ওমর, সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস মোশাররফ হোসেন, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সেনবাগ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম টিটু, মোবারক হোসেন মামুন, সমাজ সেবক গিয়াস উদ্দিন টিটু, জাফর আহমেদ, কামাল উদ্দিন, মোঃ হাসেম, যুবলীগ নেতা ইলিয়াস সুমন, ছাত্রলীগ নেতা রাসেল হোসেন রাজ, সকল ওয়ার্ডের সভাপতি- সাধারণ সম্পাদক, স্হানীয় ইউপি মেম্বার আব্দুল হাকিম, মোস্তফা মেম্বার, মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।