শুক্রবার ( ১৬ ডিসেম্বর ) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯ ঘটিকায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম, পিপিএম।
পরে সকাল ১০.৩০ ঘটিকায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম, পিপিএম, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত মহিলা সংসদ ফরিদা খানম সাকি, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সকল বীর মুক্তিযোদ্ধা গণ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণ ও জেলার উর্ধতন কর্মকর্তাগণ।