নোয়ান্নই, নোয়াখালী ও ধর্মপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর ) নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা নোয়াখালী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মেছবাহ উদ্দিন, সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।