নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এরপর অতিথি, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়।
১৯২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
প্রাক্তন শিক্ষার্থী মো: সেলিমুজ্জামান ও নূর জাহান পাখির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিএফও আবদুল্যাহ আল জাবেদ, আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী, আয়োজক কমিটির সভাপতি মো: রেজাউল মোস্তফা।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
৫ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে