নোয়াখালীতে পোলিং এজেন্টকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন।
রিপন মজুমদার নোয়াখালী বেগমগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্দিষ্ট প্রতীক দেখিয়ে দেওয়ায় এবং মেশিনে টিপ দেয়ার দায়ে মো. সেলিম নামে এক পোলিং এজেন্টকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল থেকেই ওই কেন্দ্রে অনিয়ম, ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর প্রার্থীর এজেন্টরা গোপন কক্ষে প্রবেশ করে মেশিনে চাপ দিয়ে ভোট সম্পন্ন করার অভিযোগ উঠেছে।
জানা যায়, নোয়াখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে তালগাছ প্রতীকে পশ্চিম চর উড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন মো. সেলিম। তিনি এক নারী ভোটারকে ইভিএম এ ভোট দেখিয়ে দেওয়ার অভিযোগে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন তাৎক্ষণিক সেলিমকে স্কুলের বারান্দার পাকা পিলারের সাথে রোদের মধ্যে বেঁধে রাখেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিয়ম করলেই শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।কাউকে ছাড় দেয়া হবে না।
৫ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে