বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) নোয়াখালী সেনবাগ পৌরসভার চতুর্থ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেনবাগ পৌরসভার চতুর্থ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় পৌর কার্যালয় হতে র্যালি বের হয়ে মেয়র আবু নাছের ভিপি দুলাল এর নেতৃত্বে পৌর কাউন্সিলরগণ, পৌরবাসীগণ সহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে মত বিনিময় সভায় মেয়র আবু নাছের ভিপি দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এন এইচ সুমন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ ( সেনবাগ, সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান,৮নং বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন কাজল, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল । উপস্থিত অতিথিগণ কেক কাঁটার মধ্য দিয়ে সেনবাগ পৌরসভার চতুর্থ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ আমিরুজ্জামান, সেনবাগ উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবদুস সাত্তার বিএসসি, সেনবাগ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক ১ম ভিপি মমিন উল্যাহ মানিক,সাবেক ভিপি মোহন,নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফুল আলম রানা, মেঘনা ব্যাংকের ম্যানেজার বাহার উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী,পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীগণ,পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।