নোয়াখালী বেগমগঞ্জে কমফোর্ট হসপিটাল ও ডায়াবেটিক সেন্টারের নতুন ভবন উদ্ভোধন।
রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পূর্ব বাজারে কমফোর্ট হসপিটাল ও ডায়াবেটিক সেন্টারের নতুন ভবন উদ্ভোধন করা হয়। এ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় হসপিটাল পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ এ.এইচ.এম ফারুকের সভাপতিত্বে এক সুধি সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন ফয়সাল, মজিবুর রহমান বাচ্চু, মোরশেদুল আমিন ফয়সাল, মোঃ আবু বকর ছিদ্দিক ও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন হসপিটালের পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সাবেক সচিব মোঃ বেলায়েত হোসেন, ডাক্তার কফিল উদ্দিন প্রমুখ।
পরিচালক বেলায়েত হোসেন বলেন, “হসপিটালটি কয়েক বছর ধরে এলাকার মানুষের যে সেবা দিয়ে আসছে তা মান উন্নয়নের জন্য এবং অত্র হসপিটালের স্বত্ত¡াধীকারী আমাদের মাতা মনোয়ারা বেগমের অনুরোধে স্বাস্থ্য সেবা সম্প্রসারনের জন্য বড় উদ্যেগ গ্রহন করি। সেই লক্ষ্যে নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনার জন্য নতুন ভবনে যন্ত্রপাতি আনা হয়। এখানে ওপেন হার্ট সার্জারী, কিডনি ডায়ালাইসিস, রক্ত ও লিভার কোলস্টোরাল, ডায়াবেটিক্স সহ জটিল ও কঠিন রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে অত্যন্ত ব্যয়বহুল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। ফলে এ অঞ্চলের মানুষ ঢাকা, চট্টগ্রাম, কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ দূর-দূরান্তে চিকিৎসার প্রয়োজন হবে না। এ কর্মকান্ডগুলো চালাতে চৌমুহনী তথা বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার।
মিলাদ ও দোয়া পরিচলনা করেন কাছারি বাড়ী জামে মসজিদের ইমাম মোঃ কবির হোসেন।