শনিবার ( ৩১ ডিসেম্বর ) টিম গ্রুপের উদ্যোগে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো গণবিবাহ কর্মসূচি। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গার্মেন্টস পণ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র পরিচালক আবদুল্লাহ হীল রাকিবের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এ বিষয়ে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ'র পরিচালক আবদুল্লাহ হীল রাকিব জানান, সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। সমাজের বিত্তবানদের এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
এ উপলক্ষে অনুষ্ঠানস্থলে উৎসুক সেনবাগ বাসীর ভিড় লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে সেখানে এক বিশাল মেজবানেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়। এসময় অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় টীম গ্রুপের মহাব্যবস্থাপক প্রশাসন নূর-ই সাইফুল্লাহ জানান এ ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচি টীম গ্রুপ নিয়মিত করে আসছে। যা অব্যাহত থাকবে।