মঙ্গলবার ( ১০ জানুয়ারী ) নোয়াখালীর চাটখিল উপজেলায় সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত "এম.এ.বারী " ভবনের শুভ উদ্বোধন করলেন নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। সকাল পৌনে ১১ টায় আনুষ্ঠানিকভাবে তিনি এই ভবনের উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার কাজল,সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদা ইকবাল রিপন, সোমপাড়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোঃ মাহবুব, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।