দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার কলাম : জীবন চক্র মিরসরাইয়ে সহস্রাধিক রোগীর চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, শতাধিক রোগীর ফ্রি চক্ষু অপারেশনের ব্যবস্থা ও বিনামূল্যে চশমা বিতরণ লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে কুয়ার ৪০ ফুট নিচে নেমে অজ্ঞান, প্রাণ গেল দুই ভায়রার শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন বৈশাখী মেলায় প্রাণ ফিরে পেল গলাচিপাবাসী বৈশাখী মেলায় প্রাণ ফিরে পেল গলাচিপাবাসী ভর্তি পরীক্ষায় প্রশংসা কুড়িয়েছে বাকৃবির সকল ছাত্র সংগঠন আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আল মাসুম লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে জনতার হাতে আটক ১ চোরসহ ৩ আসামী কে গ্রেপ্তার। লাখাইয়ে বোরো ব্রি-২৯ ধানের বীজের স্থলে ব্রি-২৮, ধান ফলনে হতাশায় কৃষকেরা। রামুর জোয়ারিয়ানালায় লিবিয়া প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদমদীঘিতে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চীনা ভাষা চালু জবি ও কনফুসিয়াস এর সাথে সমঝোতা স্মারক সই শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা "মার্চ ফর গাজা" কর্মসূচিতে বাস দিতে অস্বীকৃতি মাভাবিপ্রবি প্রশাসনের খরস্রোতা নদী চাঁড়াল কাটা এখন ফসলের মাঠ চুরি যাওয়া ২৮ লক্ষ টাকার মালামাল সহ স্বেচ্ছাসেবক দলের নেতা শিবলু আটক

নোয়াখালীর বেগমগঞ্জ তিন মাদক সম্রাট ১৪শত ইয়াবা সহ গ্রেফতার।

নোয়াখালীর বেগমগঞ্জ তিন মাদক সম্রাট ১৪শত ইয়াবা সহ গ্রেফতার।



 নোয়াখালীর বেগমগঞ্জ তিন মাদক সম্রাট ১৪শত ইয়াবা সহ গ্রেফতার। 


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি। 


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সম্রাট গ্রেফতার ,

গ্রেফতার ক্রীতরা হলেন স্বপন, জুয়েল ও জামাল, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১


এসময় তাদের কাছ থেকে ১৪শত পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় , জব্দ করা ১৪শ পিস ইয়াবার মূল্য চার লাখ বিশ হাজার টাকা।


শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরবেলায় উত্তর হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকিত আসামীরা বেগমগঞ্জ মডেল থানায় রয়েছে, 

(১৪ জানুয়ারি) শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতাররা হলেন—হাজীপুর এলাকার নাদু মুহুরী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), উত্তর হাজীপুর এলাকার লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬) ও তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে জামাল উদ্দিন (৫২)। গ্রেফতারকিতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব।


র‍্যাব-১১ জানায়, এ-ই গ্রেফতারকিত মাদক সম্রাটরা দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ফেনী ও চট্টগ্রাম জেলা থেকে ইয়াবা পাইকারি হিসেবে ক্রয় করে আনতো। পরবর্তীতে এই ইয়াবাগুলো বেগমগঞ্জ সহ নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতো। তাদের কার্যক্রম অনেক দিন ধরে প্রশাসনিক নজরদারিতে রাখা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে হাজীপুর এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানকালে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।


লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে মধ্যে থানার মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে এবং  মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর