বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার আয়োজনে সকাল ১১টায় বিএনপির উপজেলা কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ জানুয়ারী ) নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে সেনবাগ দক্ষিণ বাজারের বিএনপির অফিসে আগামী ১৬ জানুয়ারী বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পৌর বিএনপির আহবায়ক মাস্টার আবদুল হান্নান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলের চীফ হুইপ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জযনুল আবেদীন ফারুক, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর বেলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু জাফর, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক সেনবাগ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, সাবেক পৌর বিএনপির সভাপতি ফারুক বাবুল সহ সেনবাগ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।