নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ফসলী মাঠে মাটি ব্যবসায়ীরা ভেকু (এক্সকাভেটর) দিয়ে ১৫/২০ ফুট পর্যন্ত গভীর গর্ত করে মাটি নিয়ে যাওয়ায় পাশের কৃষিজমির মাটিও ভেঙে পড়ছে। গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হচ্ছে। দিন দিন কমে যাচ্ছে ফসল উৎপাদন। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ ) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার। ফসলী জমি ধ্বংস করে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় একজন ব্যক্তিকে ৮০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ফসলি জমির উপরিভাগের ছয় থেকে আট ইঞ্চির মধ্যে মাটির জৈব উপাদান থাকে। সেই মাটি কাটা হলে জমির জৈব উপাদান চলে যায়, এতে জমির স্থায়ী ক্ষতি হয়।
কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রী নির্দেশনা:
"জমি, নদী, বনভূমি, পাহাড়, প্রাকৃতিক জলাশয় প্রভৃতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে"
মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে