পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভয়ংকর মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিব হোসেন খান (২৯)। তার বাড়ি বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে এবং বাবার নাম নাসির উদ্দিন খান।
পুলিশ জানায়, নিজ এলাকা বাউফলে রাজিবের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই শ্বশুর বাড়ি রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এসে আত্মগোপনে থাকতো। এখানেই কৌশলে চলতো তার মাদকের কারবার।
এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ির এলাকা থেকে ৬০ হাজার টাকার ২০ গ্রাম আইস মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, রাজিব কাপড়ের ব্যবসা করতো। এই ব্যবসার আড়ালে তার মূল ব্যবসা ছিল মাদক কারবার। ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতো সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
৬ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৫২ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
৭৪ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে