পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় ৯ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দীর্ঘ ১০ বছর যাবত পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামীর নাম রাসেল সিকদার (৩০)। সে উপজেলার ছোট ছৈলাবুনিয়া গ্রামের মৃত খালেক সিকদারের ছেলে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে বরিশালের এয়ারপোর্ট থানার কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, ২০১৩ সালে মির্জাগঞ্জ থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রাসেল সিকদারকে ৯ মাসের সাজা প্রদান করে আদালত। সেই থেকে তিনি পলাতক ছিলেন। তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৬ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৫২ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
৭৪ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে