বাড়িতে প্রসব সেবা নিরুৎসাহিতকরন ও সেবা কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা প্রদানে গলাচিপা পরিবার পরিকল্পনা বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গলাচিপার পৌরসভা নিবাসী ইভা বেগম গলাচিপা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য - প:প:) ডা: মো: আতিকুর রহমান এর পরামর্শে ও তত্তাবধানে গলাচিপা ১০ শয্যা মা ও শিশু হাসপাতালে ১৫/১২/২৩ ভোর রাত ৫ টায় ভর্তি হন এবং এফডব্লিউভি (পরিবার পরিকল্পনা পরিদর্শকা) লিপি বেগম দক্ষ হাতে ১৫/১২/২৩ বিকাল ৩ টায় স্বাভাবিক প্রসব হয়। সেবা কার্যক্রম মতানুসার হওয়ার পর এটাই এই প্রতিষ্ঠানের প্রথম স্বাভাবিক প্রসব। প্রতিষ্ঠানিক ডেলিভারী কে উৎসাহিত করার জন্য এমও (এমসিএস-এফপি) ডা: মো: আতিকুর রহমান মহোদয় ১৬/১২/২৩ মহান বিজয় দিবসের বিশেষ সেবা কার্যক্রমের শুরুতে রোগীকে ছাড়পত্র প্রদান কালে তার ছেলে সন্তানের জন্য একটি পোশাক সেট উপহার প্রদান ও সুস্বাস্থ্য কামনা করেন।
৬ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৫২ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
৭৪ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে