পটুয়াখালীর মির্জাগঞ্জ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো) এর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক শীতবস্ত্র কর্মসূচির মাধ্যমে শতাধিক প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দেয় সাকো সংস্থা। কম্বল পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটে ওঠে।
সংস্থাটির সাধারণ সম্পাদক আদনান হোসেন শাওনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সাব রেজিস্ট্রার মেহেদী হাসান। এছাড়া সংস্থার সহ সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম, দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আসাদুজ্জামান, সংস্থার সদস্য নুরুল হক, শাওন সরদার, মেহেদী, বেল্লালসহ আরো অনেকে উপস্থিত ছিল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংস্থাটি কার্যক্রম অত্যন্ত ভালো। এটি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে। তাই ভবিষ্যতে সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিস সর্বাত্মকভাবে সহোযোগিতা করার আস্বাসও দেন তিনি।
উল্লেখ্য, সাকো সংস্থাটি ২০০৮ সালে স্থাপিত হওয়ার পর থেকে এলাকার অসহায়, দুস্থ, নিউরো ও অটিজম প্রতিবন্ধীদের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও মানসিক বিপর্যয়ে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ, জনসচেতনতা বৃদ্ধি, মুমূর্ষ রোগীদের জন্য রক্ত সংগ্রহ সহ নানান কর্মসূচি পালন করে থাকে সংস্থাটি।
৬ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৫২ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৪ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে