রাজবাড়ীতে পুলিশ অফিসার পদে যোগদানের আগেই ডেঙ্গু জ্বরে নিহত সুকেন এর শোকাহত পরিবার'কে সমবেদনা জানাতে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এর নির্দেশে তার বাড়ীতে যান ওসি স্বপন কুমার মজুমদার সহ গোয়ালন্দ ঘাট থানার একটি প্রতিনিধি দল।
সোমবার ১৬ই অক্টোবর সন্ধায় ফলভর্তি একটি ঝুড়ি নিয়ে নিহতের বাড়ীতে যান তারা। এসময় ওসি তদন্ত উত্তম কুমার , সেকেন্ড অফিসার,মনিরুল ইসলাম,এএসআই পিয়াল সহ ফোর্সগণ উপস্থিত ছিলেন।
এর আগে ১৪ই অক্টোবর দিবাগত রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছোট ভাগলা ইউনিয়নের চর বালিয়াডাঙ্গা বাড়াই ডাঙ্গি গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। আগামী ১৮ই অক্টোবর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে মেডিকেল হওয়ার পর ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল সুকেনের।
সুকেনের পারিবারিক সুত্রে জানা যায়, বাবার সামান্য আয়ের সংসারে অভাব অনটনের কারনে ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে চাকুরির পাশাপাশি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করে। এরপর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদানের সুযোগ পায়। এ অবস্থায় ঢাকা গাজীপুরের একটি ভাড়া বাসার ম্যাচে অবস্থানকালে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর তাকে তার সহপাটিরা ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে