মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন 'গোয়ালন্দ ফুটবল একাডেমী'

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন 'গোয়ালন্দ ফুটবল একাডেমী'


রাজবাড়ী জেলার মাটি পাড়া তরুন ক্লাব আয়োজিত হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৩ এর ফাইনাল খেলায় চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'গোয়ালন্দ ফুটবল একাডেমী'।


শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজবাড়ী মাটি পাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী   ২-০ গোলে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। 


১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এবছরের ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।


মাটি পাড়া তরুণ ক্লাবের সভাপতি মো. দেলোয়াড় হোসেনের সঞ্চালনায় রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. রমজান আলী খান, রাজবাড়ী সদর রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিব মোল্লা (বাবু), গোয়ালন্দ এফ. কে টেকনিক্যাল এন্ড বি. এম মহিলা কলেজের অধ‍্যক্ষ ফকীর আব্দুল কাদের, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আহসান উল্লাহ্ মিয়া, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী মানুষ ও হাজার হাজার দর্শক।


নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ২-০ গোলে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ার বংশদূত মোহামেডাল স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার মুহাম্মদ জুয়েল ১ টি ও রিপন ১ টি গোল করেন। বিজয়ী দলের জাহিদুল ইসলাম গাজী টুর্নামেন্টে ও ফাইনালে সেরা খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ ও ম‍্যান অব দ‍্যা সিরিজ নির্বাচিত হন।


এসময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর খেলোয়াড়দের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, সাইফুল ইসলাম রাজ্জাক, লুৎফর রহমান, আবু ওসমান, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক  হুমায়ুন আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. রেজাউল মুন্সী, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মো. নজরুল ইসলাম, মো. জামাল ফকির, ক্রীড়া সম্পাদক মো. মজিবর শেখ প্রমুখ।


টুর্নামেন্ট সম্পর্কে মাটি পাড়া তরুণ ক্লাবের সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক মো. ইমরান হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সবগুলো দলকে পিছনে ফেলে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গোয়ালন্দ ফুটবল একাডেমী।


টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও টিম ম‍্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা ভালো খেলেই অপরাজিত চ‍্যাম্পিয়ন হয়েছি। আমার দলের খেলোয়াড়সহ যারা আমাকে পাশে থেকে এ বিজয় উপহার দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

আরও খবর